বেঁচে থাকতে থাকতে মানুষ শিখে যায় তাদের গন্তব্য
সুখ দুঃখ হাসি কান্নায় ভরা মানুষের জীবন কাব্য
চাঁদের আলোয় পথ খুঁজে নেয় জোনাকির মতো...


জন্ম থেকে মৃত্যু প্রতিটি স্তরে মানুষের পরিবর্তন
শৈশব কেটে যায় স্নেহ মমতা ভালোবাসায়
হামাগুড়ি দিতে দিতে হাঁটতে শুরু ...


কৈশোরে পা দিয়ে অনুভব করে রক্তের উন্মাদনা
শিক্ষিত হয়ে মানুষের মতো মানুষ হওয়া
জীবনে প্রতিষ্ঠিত হবার লড়াই।


যৌবন যেন রঙিন প্রজাপতির ডানা
ভালোবাসার পরাগরেণুর ছোঁয়ায় হৃদয়ের কথা বলা
বসন্তের হাসি ওষ্ঠে ছড়িয়ে পড়ে প্রেমের মায়াজালে।


বার্ধক্যের কারণে থমকে যায় জীবনের রঙিন বসন্ত
মেরুদণ্ড বেঁকে যায় সময়ের সাথে সাথেই
দিগন্তের আস্তানায় জমা হয় লাভ ক্ষতির হিসাব।


             *******


১৯ জানুয়ারী ২০২৩