সবুজ মাঠে সবুজ ফসল
সোনালী মাঠে ধান
শ্রমের মূল্য কৃষক পেলেই
সব কষ্টের অবসান।


সোনালী ধান হাওয়ায় দোলে
কৃষকের মুখে হাসি
নবান্ন গান গাইবে সবাই
দুঃখ হবে বাসি।


কাব্য কথা জানে না গরীব
শুধুই করে কষ্ট
দুঃখের দিন হবে অবসান
জীবন হবে না নষ্ট।


শিশির ভেজা পথ মাড়িয়ে
কৃষক চলেছে মাঠে
সোনালী ধান বেচবে এবার
সুখ দুঃখের হাটে।


ভোরের আলোয় নতুন সূর্য
মারছে হৃদয়ে উঁকি
জীবনে দুর্যোগ থাকবে জেনেও
নেবেও হাজার ঝুঁকি।


      *****


রচনাকাল -
২২ নভেম্বর ২০২৩