থমকে দাঁড়িয়ে নষ্ট সময়
ব্যস্ত পৃথিবী একা
নিরালায় বসে হৃদয়ে লিখি
কঠিন জীবন দেখা!


থাকতে দাও আমার মত
চাইনা ব্যস্ত জীবন
হাসতে হাসতে যাব চলে
আসবে সুখের মরণ!


দুঃখ কষ্টে চোখের জলে
হারিয়ে যাবে সুখ
বেদনার গান অলিখিত থাক
অচেনা অনেক দুখ!


বাঁচতে দাও আমার মত
থাকতে আমাকে দাও
সুখের জীবনে কান্না ঘনিয়ে
আনন্দ কেন পাও!


ব্যস্ত জীবন অশান্ত সময়
চাইনা কিছুই আমি
আমার মত দাও থাকতে
এটাই সুখের ভূমি!


শিশির ভেজা প্রভাত আলোয়
বাঁচতে আমি চাই
শিউলি ফুল সুবাস ছড়ায়
জীবনের গান গাই!


   ****