আমরা কিষাণ আমরা গরীব
আমরা পায়ের মাটি
সেই মাটিতে দাঁড়িয়ে তোমরা
ফসল পাবে খাঁটি।


মাঠের ফসল করতে রক্ষা
জীবন রেখেছি বাজি
দুমুঠো অন্ন রোজ জোটেনা
কষ্ট করতেও রাজি।


অলস দুপুর আয়েসি জীবন
নয় আমাদের জন্য
সকাল সাঁঝে দুমুঠো পেলেই
জীবন হবে ধন্য।


সুখের চাবি গেছে হারিয়ে
কান্না শুকিয়ে শক্ত
হৃদয়ের বুকে আজও জমে
থোকা থোকা শুধু রক্ত।


এ জনম হল বৃথা আয়োজন
নেই তো কিছুই দাবি
হৃদয় সিন্দুক আজও ফাঁকা
কেনই বা লাগাবো চাবি?


         ******


রচনাকাল  - ২৭|০৬|২০২২