কাটা ঘুড়ির মত ভেসে চলেছি দিগন্ত ছেড়ে আরো দূরে
তারপর হিমের পরশ পেয়ে মধ্যরাত ছুঁয়ে নেমে গেছি মাটির বুকে
অযত্নে শিশিরে ভিজতে ভিজতে ডুবেছি সারা রাত্তির।


শীতের নরম রোদ্দুরের ছোঁয়া পেয়ে প্রাণ পেয়েছি
কুমারী শরীরের উচ্ছলতার মত জেগে উঠেছি ভেজা শরীর
রোদ্দুরের মৌতাত নিতে নিতে ভাসছি যেন হাওয়ায়।


ভোরের কুয়াশায় ডুবে আছে সমস্ত চরাচর –
অল্প দুরের কিছুই নজরেও আসে না
শুধু ঘন কুয়াশার আস্তরণে ঢেকে আছে সব কিছুই।


অনিঃশ্বেষ ঋণে ভরে আছে জীবনের সবটাই
মনের জানালায় উঁকি দেয় বসন্ত পঞ্চমীর চাঁদ
কাটা ঘুড়িগুলো কোথায় ভেসে যায় কেউ জানে না।


জীবনটা উপভোগ করতে চায় সব্বাই
কিন্তু ক’জন পায় সুখের মোহনার সন্ধান
সুখ খুঁজতে খুঁজতে জীবনটাই শেষ হয়ে যায় একদিন।


       ********