কবিতা – সুখের মন্ত্র
*************


সুখের কথা ভাবতে গিয়ে
লিখছি মরণ কাব্য
সোনার অক্ষর আসেনা কলমে
নতুন কি আর ভাববো!


ক্লান্ত গোধূলি ছুঁয়েছে আঁধার
আমরা হয়েছি যন্ত্র
সুখের ভাবনা বিষাদে ভরা
কোথায় সুখের মন্ত্র!


পাষাণ পাথর হচ্ছে নরম
দিচ্ছে গাছে প্রাণ
হে ভগবান তুমিই নীরব
করো জীবন দান।


বইছে বাতাস হাসছে নদী
উড়ছে অচিন পাখি
সুরের মায়ায় জীবন জুড়ায়
রঙিন স্বপন দেখি।


জীবনের গান গাইছে বাউল
ভুলবো মরণ কথা
তোমার সঙ্গে করবো আড়ি
বাড়ুক বুকের ব্যথা।


    *****


রচনাকাল – ১৫/০৬/২০২০



কবিতা – বসন্ত রোদ
**************


বুকের ভিতর আগুন ভরা
ছুঁলেই হবে ছাই
দামী শাড়িতে শরীর ঢাকা
তবুও তোমাকে চাই।


পুরুষ পোড়ে নারী আগুনে
এটাই আদিম খেলা
জন্ম ঠিকানা নারী জঠরে
যুগ যুগান্তরের লীলা।


সুখের ঠিকানা নারী হৃদয়ে
ওষ্ঠে বসন্ত রোদ
পুরুষ খোঁজে সুখ রোদ্দুর
নেই সকলের বোধ!


জীবন ভেলায় চায় বাঁচতে
পুরুষ এবং নারী
জনম জনম দুটি হৃদয়
যেন সুখ ও সারি।


ভোর আকাশে নতুন সূর্য
উঠছে যেন হেসে
নারী পুরুষ সারাটা জীবন
হাসুক ভালোবেসে।


    ****


রচনাকাল – ১৭/০৬/২০২০