বাতাসের কানে ফিসফিস করে
বলছে কে যেন কথা
সুখের প্রহর রাখবো মনে
ভুলবো সকল ব্যথা।


জোছনা আলো ডুকরে কাঁদে
নিঃঝুম নিশুতি রাত
পোয়াতি চাঁদ পূর্ণিমা হয়
জুটবে দু'বেলা ভাত?


শ্রাবণের মেঘ কান্না লিখে
দোহারের গান গায়
সবুজ প্রকৃতি সংসার করে
ভুলে যায় সব দায়।


সুখের জীবন ভোলে না কেউ
অতীত কথা কয়
ভরা শ্রাবণে বৃষ্টি হবেই
শীতল বাতাস বয়।


হামাগুড়ি দিয়ে হাঁটে সংসার
দু'চোখে আঁকছো কাজল
সময়ের হাতে সঁপেছো জীবন
দুঃখে লেখা আঁচল।


       *****


২৩ জুলাই ২০২৩