বন্ধ দরজায় আঘাত করছে কে
আকাশ গলানো জ্যোৎস্নায় খুঁজছে আস্তানা
শ্রাবণের ধারা আজ আর নেই
তবুও কে করছে আঘাত বন্ধ দরজায়!


জানালায় চোখ রেখে দেখি
সমস্ত উঠোন জুড়ে খেলা করছে
মায়াবী পূর্ণিমা চাঁদের আলো
জোনাকির আলোও আজ বড় ম্লান!


মৃদু শব্দে দরজা খুলতেই চোখে পড়ে
বোবা শিশু পথ হারিয়ে খুঁজছে আলো
ক্ষুধার্ত ক্লান্ত ও অবসন্ন ...
দুচোখে তার মাকে পাওয়ার ব্যর্থ আকুতি!


সামনের রেল স্টেশান থেকে বিচ্ছিন্ন বোধহয়
শেষ ট্রেন চলে গেছে বহু আগেই –
কিছু খেতে দিতেই নিমেষেই খেয়ে নিল
অল্প কিছু সময়েই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল।


ভোরের আলো ফুটতেই নিয়ে গেলাম স্টেশানে
স্টেশান মাস্টার সারা দিনই মাইকে প্রচার করলেন
কাজ থেকে ফেরার পথেই শিশুটির খবর নিলাম
শুনলাম তার মা এসে নিয়ে গেছে তার সুখের ঠিকানায়।


       *******