আকাশ মাটি সৃষ্টি তোমার
সবই মায়ার খেলা
এই পৃথিবী আজও বেঁচে
ভাসাই খুশির ভেলা।
ফাগুন হাওয়ায় লেগেছে রঙ
সবই তোমার দান
পাখির ডানায় মরা রোদ্দুর
দিচ্ছে প্রকৃতি প্রাণ।
দখিনা হাওয়ায় জুড়াবে মন
বিদায় হবে শীত
গরীব মানুষ গাইছে খুশিতে
সুখী জনমের গীত।
*****