ছোট্ট থেকে হয়েছি বড় পড়েছি নানান ছড়া
সুকুমারের আবোল তাবোল মনকে দিয়েছে নাড়া।


মনের খোরাক দেয় জুগিয়ে হেসে গড়িয়ে যাই
পাগলা দাশু সদাই বলে কি যে আমি খাই?


গোঁফ চুরিটা হয়েই গেল জানলো নাতো কেউ
সৎপাত্রে কন্যা দান করবে না ঘেউ ঘেউ!


নোটবইটা নিয়ে গেছে রাম গরুড়ের ছানা
সুকুমার রায়ের ছড়া পড়ে আহ্লাদে আটখানা।


বাবু রাম সাপুড়ে সাপ নিয়ে গান গায়
বাংলা সাহিত্যে ছড়া সম্রাট সুকুমার রায়।


      *****


রচনাকাল  -
১ নভেম্বর ২০২৩