একটা মৃত্যু ইতিহাস লেখা
জীবন হয়েছে শূন্য
ভুখা মানুষ কান্না থামাও
সঞ্চয় করো পুণ্য!


বেহিসেবি মন হয়েছে পাগল
কোথায় আলোর দিশা
জীবনের রঙ রামধনু হারা
পথ শুধু অমানিশা!


সাদা বকের ডানায় আছে
শীতের পরশ লেগে
গরীব মানুষ হাসবে কবে
কবে উঠবে জেগে!


জীবনের গানে মরা রোদ্দুর
হৃদয় শুকিয়ে জরা
শীতের মজা নিচ্ছে ধনী
গরীব শীতে মরা!


খোলা আকাশ রোদ ঝলমল
তবুও দুচোখে জল
শীতের কামড়ে গরীব মরে
নেই সেখানে ছল!


   ****