শূন্য জীবন মুক্তির পথ
আলোর আশা নেই
অন্ধ মানুষ খুঁজছে আলো
পথ দেখাবে সেই।


ফাগুন বাতাস লাগছে বুকে
তবুও শরীর আগুন
সেই আগুনে এতো কান্না
মুখ ফিরিয়ে ফাগুন।


বসন্ত দিন শিমুল পলাশ
সজনে গাছের ফুল
আলোর দিশা পাবেই খুঁজে
ভাঙবে যখন ভুল।


শীতের চাদর সরিয়ে মানুষ
আকাশ পানে চায়
এতো আলো ছিলো কোথায়
ভুলেছে নিজের দায়!


ভোরের শিশির খেয়ে কোকিল
গাইছে সুরেলা গান
অন্ধ মানুষ খুলবে চোখ
নয় কোনো অভিমান।


         *****


রচনাকাল  - ২৫/০২/২০২২