কৃষকের মাটি মায়ের সমান
ক’জন বোঝে দাম
মাটির বুকে ফসল ফলিয়ে
মাটিকে করে প্রণাম।


সবুজ বনানী দেয়না ঘুমোতে
বলছে বুকে আয়
অনেক তোরা কষ্ট করিস
মূল্য ক’জন পায়!


মাটির মানুষ মাটির জীবন
দেবো তোদের সুখ
সূর্য পোড়া মানুষ তোরা
শুকিয়ে কেন মুখ?


ঝড় বৃষ্টি মাথায় নিয়ে
করিস তোরা চাষ
মাটির সম্মান রাখিস তোরা
নয় কারুর ক্রীতদাস!


জনম জনম দুঃখ সয়েও
মাটিকে দিস সম্মান
সোনার ফসল আনবি ঘরে
এই হবে প্রতিদান।


   ****


রচনাকাল – ১০/০৬/২০২১