লিমেরিক – স্নেহের আঁচল
*****************


পল্লী জননী দাঁড়িয়ে আছে স্নেহের আঁচল পেতে
গাঁয়ের মানুষ সুবাস নিচ্ছে পান্তা খেতে খেতে
জমির বুকে ফসল ফলায়
সুখে দুঃখে জীবন কাটায়
রোজ দুবেলা দুমুঠো পেলেই আনন্দে ওঠে মেতে।


      *****


 


লিমেরিক  –  সুখ
************


মাটির বাড়ি ছেঁড়া বিছানা সুখ নয় তো কেনা
রঙিন মুখোশে সুখটা কেনো মোদের ঘরে দেনা
উঠোনে ছড়ায় চাঁদের আলো
জীবন যেন আঁধার কালো
তবুও হাসি দুঃখ নিয়ে আমরা অভাবী সেনা!


      *******


 
রচনাকাল - ০৫|০৮|২০২০