কান্নাগুলো কুড়িয়ে কুড়িয়ে হয়েছি ভীষণ ক্লান্ত
জীবন আলোয় মুক্তির পথ সেখানেও বিভ্রান্ত।


কষ্টের নদী চোরা স্রোতে ডুবেছে অচিন অন্ধকারে
সুখের খোঁজে ব্যর্থ পুরুষ পথ খুঁজি বারেবারে।


স্বর্গের দ্বারে চেয়েছি ভিক্ষা দেয়নি ফিরিয়ে কেউ
স্বজন মানুষ বাঁচতে দিয়েছে লাগতে দেয়নি ঢেউ।


কিছু মানুষ আজও আছে আঁধারকে মুছে হাসায়
উৎসারিত আলোয় জীবন খুশির আবেশে ভাসায়।


ধূসর গোধূলি উপবাস করে কান্না হয়েছে নিলাম
স্বজন মানুষের পাশে দাঁড়িয়ে ওদেরই হবো গোলাম।


প্রভাত আলোয় সূর্য ওঠে গাই জীবনের গান  
সুখের ভাষা অলিখিত থাক বাঁচাও তোমরা প্রাণ।


               *******


রচনাকাল - ১২/০৩/২০২১