বৃষ্টি ভেজা আষাঢ় দিনে
ঝরছে বকুল পথে
ভালোবাসার মানুষ বুঝি
আসছে হৃদয় রথে!


বকুল ফুল সুগন্ধ ছড়ায়
হৃদয় দুয়ার খুলে
বসে আছো উদাস নয়নে
সকল কাজ যে ভুলে।


বকুল গন্ধে হৃদয় মাতায়
জোনাক জ্বলা রাত
ড যোঅওঝিরঝির বৃষ্টি ঝরে
হৃদয় কুপোকাত।


একটা নদী থমকে দাঁড়ায়
আর একটা ভাঙে বাঁধ
ভালোবাসা একটা নদী
রাখবো কাঁধে কাঁধ।


বৃষ্টি দিনে বকুল কদম
থাকবে হৃদয় মাঝে
পাখির গান স্বরলিপি হয়
সকাল কিংবা সাঁঝে।


      *****


১৫ জুলাই ২০২৩