উচাটন মন হয়েছে চুরি
   কোন সে গোধূলি বেলায়
     স্বপ্নের তরী ভাসাবো খেয়ালে
        লজ্জা চোখের তারায়।


হলুদ গাঁদার মাদকতা নেই
   ফুল তো রজনীগন্ধা
      মেঘের আঁচলে চোখ মুছেছি
         পৃথিবী নয় বন্ধ্যা।


সাগরের ঢেউ উচাটন মনে
   উত্তাল হয় বৃথা
        ভালোবাসা আজ মরমী নদীতে
            নিয়ম ভাঙ্গাই প্রথা!


গহন মনের পরশ পেতে
    লুকোচুরি খেলা বন্ধ
       ফেরারি স্বপ্ন হেসে লুটোপুটি
           ভালোবাসা নয় অন্ধ।


কিশোরীর চোখে স্বপ্নের রোদ
     চিলেকোঠা আজ ফাঁকা
         শ্যামলা মেয়ের গোপন কথা
             শুনবে কী কেউ একা!


          *****


রচনাকাল – ১৩/০৫/২০১৮