কবিতা  -  স্বপ্নের রূপকথা
******************


ঘামে ভিজে গেছে শরীর
ঘামে ভিজে গেছে মেঠো পথ
ক্লান্তিতে নামছে বিকেলের পোড়া সূর্যটা
ঘরে ফিরছে কৃষক, শ্রমজীবী মানুষ
গোধূলি আঁধার ক্রমশ ছুঁয়ে নামছে ক্ষুধার্ত রাত।


উঠোন জুড়ে বিষণ্ণ ঝরাপাতা পড়ে আছে
অপরিচ্ছন্ন ছেঁড়া শাড়ি উঠোনের দড়িতে টাঙানো
বৈশাখের মৃদু মন্দ বাতাসে দুলছে শাড়ির আঁচল
দূরে মন্দিরে বাজছে শঙ্খ ঘন্টার ধ্বনি।


এক চিলতে পুর্নিমার আলো এসে পড়ছে উঠোনে
গরীবের উঠোনে বড্ড বেশী মাটির সুবাস মেশা
ক্লান্ত মানুষগুলো শুয়ে আছে উন্মুক্ত আকাশের নীচে।


রাত্তির বাড়ছে, মোটা চালের ভাতের গন্ধে মঁ মঁ করছে
সারা দিনের ক্লান্তির জন্যে খিদেটাও অনেক বেশি লাগে
সব্বাই গোগ্রাসে গিলে নেয় রাতের খাবার।


চোখে নামছে ঘুম, জোনাকির মায়াবী আলোয় হারিয়ে যায় রাত
একটা সময় ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে গোটা গ্রাম
জ্যোৎস্নার আলো ভেঙে ভেঙে তৈরি হয় স্বপ্নের রূপকথা।


             *********


রচনাকাল  -  ২৬|০৩|২০২০



*************
      অনাগত সুখ
*************


তোমার ব্লাউজের আঙটায় আমার ভবিষ্যৎ
খুললেই অন্ধকারের সুরভিত আঙিনা ...
ঝাউবনে উঠেছে শব্দ, সোঁ সোঁ সোঁ  -


পাখির ডানায় নামছে অনাগত খুশির আবেশ
ব্লাউজের আঙটা অভুক্ত থাকে না
রাতের নীরবতা ভেঙে যায় অশ্লীল দৌরাত্বে।


পুরুষ চিরকাল হেরে যায় রাতের কাছে
ভোঁ কাট্টা ঘুড়ির মত কেটে যায় দিগন্তে
সীমানা পেরিয়ে কোনো এক নিরুদেশে।


ব্লাউজের আঙটায় সুরভিত সুগন্ধি -
নারী শরীরের উন্মাদনায় পাগল হয় রাত
আজও পুরুষরা অন্ধকারে হাতড়ে খোঁজে সুখ।


             ********


রচনাকাল - ২৩|০৪|২০২০