রক্তে ভিজেছে দেশের মাটি
স্বাধীন হল ভারত
সুখী হৃদয় সোনালী ধান
শিশির ভেজা শরত।


পঁচাত্তর বছর পেরিয়ে গেল
হাসিটুকু নেই মুখে
স্বাধীনতা যেন চোখের বালি
কেমনে থাকবে সুখে।


কাজ হারিয়ে ধুঁকছে মানুষ
স্বাধীনতার নেই দাম
বলছি স্বাধীন উড়ছে পতাকা
খাবার পায় না গ্রাম।


স্বপ্নে দেখি স্বাধীনতা সুখ
শহীদের বলিদান
অভুক্ত মানুষ আজও দেশে
করে শুধু অভিমান।


রক্ত শুকিয়ে মাটিও পাথর
শুধু হয় সমাবেশ
স্বাধীনতা নিয়ে গর্ব করার
দিনটাও হবে শেষ।


      *****


১৫ই আগস্ট ২০২৩