বৃথা কান্না করেছ অনেক
শোনেনি কেউ কথা
হৃদয় দুয়ারে উপনীত ঢেউ
দিয়েছে অনেক ব্যথা।


বসন্ত রঙ লাগলে গায়ে
আসবে দু'চোখে কান্না
এই বসন্তে লেগেছে ছোঁয়া
ভালোবাসা চুনী পান্না।


মাঠের দু'ধারে সর্ষের ক্ষেত
জীবনে এসেছে ফাগুন
সোহাগ চাদরে ঢেকেছে শরীর
কান্না হয়েছে আগুন।


পাখিরা গাইছে মুক্তির গান
ভালোবাসা ডুকরে কাঁদে
বৃথা কান্না লুকিয়ে রেখে
নারীরা পড়বে ফাঁদে।


ভালোবাসা আজ বিপথগামী
স্বপ্নেরা হয় নিলাম
নারীরা তবুও জ্যোৎস্না ছড়ায়
বলে, ভুল পথেই গেলাম!


        ******


০৪ ফেব্রুয়ারি ২০২৩