বাতাসের বুকে ভেসে বেড়াচ্ছে অনুচ্চারিত স্বপ্নগুলো
ঘন কুয়াশার মধ্যে স্বপ্নেরা যেন হাঁসফাঁস করছে –
আঁতুড় ঘরের মায়েদের সেই বড় ডাক্তার হবার গল্প
অবুঝ হাসিতে হাত পা ছুড়তো ছোট্ট শিশুরা।


সব্বাই ধীরে ধীরে বড় হতে থেকে ...
মায়েরা ক্রমশ বুড়ি হয় শরীর যায় বেঁকে
হৃদয় থেকে সুখ স্বপ্নগুলো হারিয়ে যায়
সন্তানদের এমনকি মায়েদের চোখ থেকে।


কঠিন বাস্তবের মুখোমুখি হয়ে উবে যাচ্ছে স্বপ্ন
শ্যাওলা ধরা দেওয়ালের মত স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে সন্তানদের মুখ
ঝাপসা চোখে মায়েরা উঠোন থেকে মরা রোদ্দুর কুড়োয়
দমকা হাওয়াতেও অনুচ্চারিত স্বপ্নগুলো মুখ থুবড়ে পড়ে।


স্বপ্নের ক্যানভাসে আজ দেখা দিয়েছে ধূসর গোধূলির রঙ
কান্নার রঙের মধ্যে ধীরে ধীরে জেগে উঠতে চাইছে অধরা স্বপ্ন
কুয়াশা উবে যাচ্ছে শীতের মিষ্টি রোদ্দুরের ছোঁয়ায়
সব সন্তানই বাঁচতে চায় মায়েদের দেখানো স্বপ্নের হাত ধরে।


           *********