একটু আলোর খোঁজে অভিমান ভুলে গেছি
ভুলে গেছি কবিতার বুকে আকাশ আঁকতে
স্বপ্নের উপকথায় লাগে ভালোবাসার রঙ
নিবিড় অন্ধকারে খুঁজে বেড়াই উৎসারিত আলোর রেখা।


সবুজ প্রান্তরে নামছে হিমেল বাতাসের পরশ
ঝর্ণার কোলাহলে মিশে যায় পাহাড়িয়া গান
কোথাও যেন দূরে সামান্য এক চিলতে আলোর রেখা দেখা যায়
সেই আশাতেই ছুটে যাই দেখি সবই মরীচিকা।


শরীর থেকে বেরিয়ে যায় অনবরত নোনতা স্বাদের ঘাম
ঘামের মধ্যে মিশে আছে চোরা রক্তের স্রোত
একটু আলোর খোঁজে দিশেহারা শরীরের রক্ত ঘাম শ্রম
শিউলির গন্ধ ভেসে আসছে অচেনা পথ ধরে।


বুকের পাঁজরে বয়ে যাচ্ছে খরস্রোতা নদীর স্রোত
দুচোখ থাকলেও সব্বাই দেখতে পায় না
আলো আলো আলো, কোথায় সেই স্বর্গীয় আলোর রোশনাই
আলো খুঁজতে খুঁজতেই কখন যে ভরে গেছে অন্ধকারে জীবনের পথ।


         ********