শিমুল পলাশ হয়েছে রঙিন
হৃদয়ে লেগেছে আগুন
বসন্ত উৎসবে সাজবে প্রকৃতি
এখন সময় ফাগুন।


গরম হাওয়া বাড়ছে ধীরে
ঘুরছে পাখা ঘরে
গাছের পাতা পড়ছে খসে
ঠাণ্ডা গেছে সরে।


দখিনা হাওয়া জড়িয়ে বুকে
ভুলবো অনেক কথা
কান্নারা সব করে অভিমান
নীরবেই থাকে ব্যথা।


কোকিলের ডাকে বসন্ত আসে
স্বপ্ন আকাশ ছোঁয়া
জীবনের রঙ ক্রমশ বিবর্ণ
সুখও গেছে খোয়া।


ভোরের শিশির শরীরে মেখে
পেয়েছি অনেক কষ্ট
সারাটা জীবন আলেয়ার পিছে
করেছি সময় নষ্ট।


       ******


২১ ফেব্রুয়ারি ২০২৩