দীর্ঘ বারো বছরের প্রতীক্ষা -
তবুও সব স্বপ্নের অপমৃত্যু
স্বপ্নভঙ্গ একশো চল্লিশ কোটি মানুষের
আজও বিশ্বকাপ ছোঁয়া হল না।


এতো রোশনাই তবুও যেন সব অন্ধকার
হৃদয়ের বালুচর ভাঙছে -
মৃত স্বপ্নেরা উঁকি মারছে খোলা মঞ্চে
মাথা নিচু করে দাঁড়িয়ে কোটি কোটি ভারতীয়।


আতসবাজি রংমশাল সবই ছিল
আবার দীপাবলির উৎসবে মেতে উঠবে দেশ
সব আয়োজনই বৃথা...
স্বপ্নভঙ্গের যন্ত্রণা কুরে কুরে খাবে আরও চারটি বছর।


            ******


রচনাকাল -
২০ নভেম্বর ২০২৩