বাড়ির অমতে করলে বিয়ে
বোঝনা কিছুই তুমি
ভালোবাসা হল মরণ খেলা
ভুললে হৃদয় ভূমি!


বাবার আদর মায়ের স্নেহ
সবই গেলে ভুলে
চোখে ছিল স্বপ্ন কাজল
মুছে সবই দিলে!


নাবালিকা তুমি জানোনা কিছুই
ধরলে সহপাঠীর হাত
তুমি ছিলে দশম শ্রেণীর
কাঁদছে মধ্য রাত!


তোমার কোলে এলো শিশু
একটি বছর পর
চোখের জল রাখলে লুকিয়ে
কোথায় সুখের ঘর!


শ্বশুর ঘর হল তোমার
যেন আগুন শিখা
বাপের বাড়ির দরজা বন্ধ
কোথায় আলোর দিশা!


জ্বলছে শরীর পুড়ছে শরীর
ভালোবাসা হল আগুন
নতুন প্রভাত স্বপ্ন লেখে
হলোনা দেখা ফাগুন!


বুকের শিশু ডুকরে কাঁদে
আগুনে পুড়ছে ক্লান্তি
লাশকাটা ঘরে নিথর দেহ
চির নিদ্রায় শান্তি!


   ****