হৃদয়ের তানপুরাটা আজও বেজে চলেছে
সুর লয় তাল মাঝে মাঝে কেটেও যায়
তবুও এখনও শুনতে পাই সেই তানপুরাটার মধুর ধ্বনি।


খেয়ালী বাতাসে কোকিলের কন্ঠে বসন্তের গান
জীবন যুদ্ধের ময়দান ছেড়ে কেউ পালিয়ে যায় না
দু'মুঠো ভাতের জন্যে যে কোনো কাজ করতে পারে মানুষ।


দখিনা হাওয়ার ছোঁয়ায় রঙ বদলে যায় প্রকৃতির
পাতা ঝরে যাবে নীরব অভিমানে  -
শীতের হাত থেকে মুক্তি পাবে অসহায় মানুষের দীর্ঘশ্বাস।


তানপুরার তারগুলো এখনও যেন চকচক করছে
হৃদয় অন্তরে ক্ষরণ হয় সব সময় -
তবুও বৃষ্টির শব্দের মতো অবিরাম বেজে চলেছে ...


পর্ণমোচী গাছের পাতা খসে পড়ছে শীত শেষে হতে না হতেই
নীল রোদ্দুরে শুয়ে আছে মানুষের হৃদপিন্ড
পাখিদের আবদারে বেজে ওঠে হৃদয়ের গোপন তানপুরা।


            *******


০৩ ফেব্রুয়ারি ২০২৩