দেশটা ভাগ
হৃদয় হল ভাগ
দুচোখে অশ্রু
কাঁটাতারের দাগ
আকাশ করো ভাগ?
    
     ****


     ২


স্বাধীন দেশ
জীবন বলিদান
মুক্তির স্বাদ
চোখে স্বপ্নের রোদ
হারিয়ে গেছে বোধ!


  ****


     ৩


ডানায় মুক্তি
বন্ধ রেখোনা খাঁচা
উড়ুক পাখি
খোলা আকাশ প্রাণ
করো জীবন দান।


  ****


     ৪


উতলা নদী
ভাঙছে মরা বাঁধ
জীবন ক্ষয়
কে নেবে সব দায়
মানুষ নিরাশ্রয়!


  ****


#বৈশিষ্ট্য --
'তানকা' জাপানী ছোট কবিতা প্রায় ১২০০ বছর আগে জাপানী কবিতা 'রাঙ্গা' থেকে এর উদ্ভব।
#বৈশিষ্ট্য ---
১) তানকা মোট ৩১ টি শব্দ ৫ টি লাইন
৫/৭/৫/৭/৭
২) হাইকুর মতন শেষ দুলাইনে সমাধান বা অনুভব।
৩) শিরোনাম দেওয়ার দরকার নেই