চাষের কাজে কৃষক মাতে
শ্রাবণে নেমেছে বৃষ্টি
সুখের সময় আসবে ফিরে
যদি বা হয় সৃষ্টি।


ধানের চারা করছে রোপণ
কৃষকের মুখে হাসি
তিনটি মাস পেরিয়ে গেলেই
দুঃখটা হবে বাসি।


টাপুর টুপুর বৃষ্টি পড়ে
এলো শ্রাবণ মাস
মাটির বুকে জমছে জল
হাস রে কৃষক হাস্।


দু'মুঠো ধান আসবে ঘরে
কৃষক করে কষ্ট
ঝড় তুফানে ভিজেও কৃষক
সময় করে না নষ্ট।


প্রকৃতির সাথে সোহাগ করে
গাও জীবনের গান
বর্ষা ঋতুর কলরব শুনে
ভোলো, দুঃখ অভিমান।


       *****


৬ আগস্ট ২০২৩