তারা খসা দেখলে নাকি অমঙ্গল হয় ...
হৃদয়ের প্রতিটি অলিগলিতে খসে পড়ছে মনি মুক্তো
গোপন আস্তিনে লুকিয়ে অমঙ্গলগুলো হাসছে!


স্বপ্নের দেরাজের মাঝে সাজানো থরে থরে স্বপ্ন
সব্বাই জীবনকে ভবিতব্য বলে মেনে নেয় –
তবুও ফাগুন হাওয়ায় তারা খসে পড়ে মাঝে মাঝেই!


শীত ভেসে গেছে দখিনা হাওয়ার স্রোতে
আচমকা অতিবৃষ্টিতে ডুবেছে জীবনের রঙ
চোখের জলে লেখা হচ্ছে গরীবের কান্নার ইতিহাস!


তারা খসা দেখলে নাকি দুর্যোগের ইঙ্গিত দেয়
এর কোন বিজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা জানি না
তবুও মাঝে মাঝে কাকতালীয় ভাবে মিলে যায় কথাটা!


হাসিখুশি জীবনে মানুষের মনে কোন ছলনা নেই
বসন্তের রঙিন আলোর মত ভরে ওঠে হৃদয়ের রঙ
এখন তারা খসা নিয়ে মানুষের ভাববার সময় কোথায়!


         *********