ভাসমান নদী -
তবুও জোয়ারের জলে থমকে দাঁড়িয়ে জীবন
অন্ধকারে ডুবে আছে ভবিষ্যৎ
মুখের ভাষায় কে যেন দিয়েছে লাগাম।


তরল পদার্থের মত জীবন -
যে যেখানে ধাক্কা দেয় সেখানেই মুখ থুবড়ে পড়ে
অন্ধকার কেটে গেলে নতুন ঠিকানা পাবে সব্বাই
পাথরের বুকে জন্ম নিচ্ছে কত ঠিকানা বিহীন গাছ।


মানুষ ঠিকানা চায় -
যাযাবর জীবন কারই বা ভাল লাগে
ভেসে যাচ্ছে অদেখা স্বপ্নের বেওয়ারিশ রোদ্দুর
জানালার ফাঁক দিয়ে ঢুকছে চৈত্রের হলাহল।


তরল পদার্থ পাথর হচ্ছে -
ভাঙা পাঁজর থেকে কান্না বেরিয়ে আসে
বোবা শব্দগুলো ভিজে যাচ্ছে অলীক আর্তনাদে
রাত জোনাকির সাথে ক্রমশ বাড়ছে মানুষের গোঁঙানির শব্দ ...


                ********


রচনাকাল  - ১১|০৪|২০২২