গল্প করার মানুষ গেছে দূরে
ঠাম্মা বলে দস্যি ছেলে ওরে
খেলার ছলে গল্প অনেক শোনা
ঠাম্মার গল্পে স্বপ্নের জাল বোনা।


বাড়িতে এখন ঠাম্মা থাকে একা
ফ্যাট বাড়িটা তবুও লাগে ফাঁকা
শৈশব এসে ধরছে আমার হাত
ঠাম্মা ছাড়া কাটেনি এখন রাত।


মাঝ রাত্তির দু'চোখ হয় না বন্ধ
এখনও পাই ঠাম্মা শরীরের গন্ধ
ঠাম্মা বলতো, ভয় পাস না ভাই
শৈশব দিন কোথায় ফিরে পাই!


অচেনা রোদ্দুর পড়ল এসে মুখে  
ভাবছি এখন থাকবো আবার সুখে
রোদ্দুর হয়ে ঠাম্মা ছড়ায় আলো
ঠাম্মা ছাড়া কিছুই লাগে না ভালো।


ব্যঙ্গমা ব্যঙ্গমি রাজকন্যা রাজপুত্তুর
ঠাম্মার গল্পে নীল পরীদের রোদ্দুর
হারিয়ে যাবে কী শৈশবের গল্প
শুনবো গল্প আবার অল্প সল্প!


        ******


২ ডিসেম্বর ২০২২