কাউকে চিনি না কাউকে জানিও না
তবুও চোখে আসছে জল -
বালেশ্বরের ট্রেন দুর্ঘটনা টিভিতে দেখতে দেখতে হয়ে গেছি বোবা।


কার ভুল কার দোষ কিচ্ছু জানি না
এতোগুলো মানুষের প্রাণের মূল্য কে দেবে?
ট্রেনের বিধ্বস্ত কামরাগুলো দেখলেই বোঝা যায় কী করুণ পরিণতি!


দিগন্তের শেষ রোদ্দুরটুকু মিলিয়ে যেতে না যেতেই দুঃসংবাদ
স্বজন হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছে আত্মীয় পরিজন
সারি সারি লাশ সাদা কাপড়ে ঢাকা দেওয়া হয়েছে।


যতো সময় পেরিয়ে যাচ্ছে মৃতের সংখ্যা বাড়ছে একশো দুশো তিনশো ...
কান্নায় ভেঙে পড়েছে সারা দেশের মানুষ
ওরা আমাদের কেউ আত্মীয় স্বজন নয়
তবুও দু'চোখে জল, ওদের আত্মার শান্তি কামনা করি।


জ্যৈষ্ঠের উত্তাপে পুড়ছে গোটা দেশ
সারা রাত সারা দিন ধরে চলছে উদ্ধার কাজ
হৃদয় খুঁড়ে কান্না কাব্য লিখতে কারই বা ভালো লাগে।


             *******


৪ জুন ২০২৩