পায়রার মত খাবার খুঁটে খুঁটে খেয়ে কোনওক্রমে বেঁচে আছি
তৃষ্ণার্ত জীবন অন্ধ সময়ের স্রোতে হারিয়ে যায়
সভ্যতার লাগাম টেনে ধরার ক্ষমতা আজও অজানা।


পাপের বোঝা মাথায় নিয়ে টলমল করে চলেছি আজীবন
দখিনা হাওয়ায় আকাশ থেকে সরে গেছে  মেঘ  
নিষ্পাপ বালিকার মত খিলখিল করে হাসতে মানা।


চাঁদ ডুবে গেছে অচিন পাখির ডানার মধ্যে  -
ফসলের জমিতে আজও সব্বাই দেখতে চায় লাভের অংশ
কাঠফাটা রোদ্দুরের মধ্যে খুঁজে বেড়াই  বসন্তের ছায়া।


চৈত্রের চোখ রাঙানি রোদ্দুর উপেক্ষা করে দাপিয়ে বেড়াচ্ছি মাঠ
ঈগল পাখির ঠোঁট ক্ষুধার্ত মানুষের মতো লাগে
সারা আকাশ জুড়ে অভুক্ত শকুনের কান্নার শব্দ।


প্রবাহমান কালের নিয়মে আজও মুখে রক্ত তুলে মরে মানুষ  
পাপ পুণ্যের হিসেবটা তোলা থাক ভাঙা পাঁজরের মধ্যে
সুখের বন্দরে পাল তোলা নৌকা কখনো কী দেখা যাবে!


             ********


রচনাকাল - ২৩/০৩/২০২১