অভুক্ত কুকুরগুলো ভীষণ চিল্লাচ্ছে
ঘেউ ঘেউ করে সারা রাত্তির ডেকেই চলেছে
মানুষও চিৎকার করছে সারা রাত্তির, উল্লাসে –


ডাস্টবিন তন্ন তন্ন করে খুঁজছে খাবার
একে অপরকে কামড়াচ্ছে
একটু উচ্ছিষ্ট খাবারের লড়াই
অভুক্ত পেট খিদে বোঝে না
কুকুর হোক বা আধপেটা মানুষ!


প্রাণ যখন আছে তখন ...
কান্না চিৎকার সবই পাবে এ কঠিন জীবনে
শীতের সাথে রাত জাগে অসহায় বস্তি
ওখানেও খাবারের অনটন চিরকাল!


বিচ্ছিন্ন দ্বীপের মত এক দঙ্গল মানুষ
হাইওয়ে দিয়ে দুরন্ত গতিতে ছুটে চলেছে গাড়ি
কে কার খবর রাখে ...
বস্তি ডাস্টবিন মিলেমিশে একাকার!


     *****