ভাসা ভাসা চোখ মাটি যেন শুষে নেয় রোদ
ফুটপাতে অফুরান হাসি ভুলে গেছে সবখানি খেদ।


ছেঁড়া ফাটা বদ্ধ জীবন নদী যেন গলে জল
সব পাখি ওড়ে আকাশে উট পাখি করে ছল।


দল বেঁধে উদ্যাম খেলা বাঁধ ভাঙে সব নদী
বুক ভরা মায়াময় কান্না হেঁসেল বন্ধ হয় যদি।


সূর্যের সাথে আড়ি ভেসে গেছে ঘরবাড়ি
মেঘ করে রাগ ভালোবাসা ছাড়াছাড়ি।


শরৎ শিউলি উদাসী মন মেঘ গেছে ফিরে
কাশফুল হাসে বিসর্জন সাজে করুন সুরে।।


                ******