মুগ্ধ হয়ে চেয়ে থাকি ভোর আকাশের দিকে
খুবই পবিত্র মনে হয় ভোরের মায়াবী আকাশটাকে
অস্ফুট চোখের তারায় ফুটে ওঠে ভাষাহীন জলছবি!


বুকের মধ্যে বসন্ত দিনের উৎসব কথা কয়
পায়ের নীচের মাটি ক্রমশ শক্ত হচ্ছে ...
দিগন্ত রেখায় উড়ে যায় এক ঝাঁক অচিন পাখি!


কোকিলের কুহু কুহু রবে হৃদয় আন্দোলিত হয় -
জীবনের গান গাইতে গাইতে মেঠো পথ সঙ্গী করে বাউল
চাওয়া পাওয়ার বাইরে এতো আনন্দ আছে সে কথা বাউলরা জানে!


রঙ করা জীবনের মায়া কাটিয়ে তারা এখন স্বাধীন
পাখির ডানায় মত হাওয়ায় ভাসতে কার না ইচ্ছে করে
কিন্তু মায়া মমতার বন্ধন থেকে মুক্তি ক’জন পায়!


খোলা চোখে চেয়ে দেখো মুক্ত আকাশের হাতছানি
উলঙ্গ শরীরে পৃথিবীতে এসেছো যেতেও হবে উলঙ্গ
সম্পদের তৃষ্ণা বুকে আগলে কখনই মরতে পাবে না!


            *******