কোনোদিন সূর্যের আলো দেখি নি
উন্মাদ উপত্যকায় শুয়ে আছি আজীবন
চোখ দুটো ঝলসে গেছে শৈশবের দাবানলে।


ঐ সূর্য হাসছে মাথার উপরে
সবই অনুভব করতে পারি -
দুঃখের গরল বুকে জড়িয়ে শুয়ে থাকি।


ভোর কেমন তা জানি না
বসন্ত এলেই বুঝতে পারি তার অস্তিত্ব
দোল উৎসবে রঙিন হতে চাই সব সময়
তবুও রঙিন হয়ে ওঠা হয় না কখনও...


বিষাদ রোদ্দুর তাড়া করে বেড়ায় চিরকাল
উন্মাদ উপত্যকায় ধস নামে তবুও বেঁচে আছি অর্ধমৃত মানুষের মত
ধূসর মেঘের আস্তরণে ঢেকে যাচ্ছে আমার পৃথিবী।


         *******


রচনাকাল -
৬ ফেব্রুয়ারী ২০২৪