ঘুমিয়ে আছে চিতার আগুন
ঘুমিয়ে আছে হৃদয়
চোখের জলে একটা নদী
কখন হবে সদয়!


লাশকাটা ঘর রাত্তির জাগে
আসবে কখন লাশ
গোপন খবর হাওয়ায় ভাসে
নীরব কথা ফাঁস!


ভালোবাসা মন ডুকরে কাঁদে
দুঃসহ বড় জীবন
সোহাগ রঙিন খেলাঘর হয়ে
আসছে সত্যি মরণ!


হিমেল বাতাসে চিতাকাঠ জ্বলে
সুখগুলো হয় চুরি
মিথ্যা মোহে ভালোবাসা মরে
তবুও আপন করি!


একটা সত্যি হাজার মিথ্যা
জেনেও আত্মীয় ছাড়ি
সুখের খোঁজে এক কাপড়েই
ছেড়েছি সুখের বাড়ি!


লাশকাটা ঘর উপহাস করে
অবুঝ কান্না চাপি
চিতার আগুন ধিকিধিকি জ্বলে
ভালোবাসা নীরবে মাপি!


    ****