বুকের রোদ্দুরে শুকিয়ে গেছে হিমবাহ
ভালোবাসার মোহরকুঞ্জে দেবদারু হাওয়া
নদীর বুকে এঁকেছি হেমন্তকালের আকাশ।


চোখের তারায় রোদ্দুর বসে আছে
নতজানু ভোরে পাখির উষ্ণ কলরব ...
দোপাট্টাতে লেখা আছে প্রেমের পরশমণি।


বোবা চোখে খুশির মুগ্ধ ঝলকানি
বসন্ত পঞ্চমী ছিল প্রথম পুরুষ স্পর্শ
কুমারীর গোপন উপনদী জানে না কেউ।


হিমেল বাতাসে রামধনু রঙ নেই -
কুমারী শরীর এতো রঙিন কেউ কি জানে
লজ্জায় দোপাট্টাতে মুখ ঢাকে সব কুমারী।।
      
          *******