একটু একটু করে অন্ধকার কেটে যাচ্ছে
নিভে গেছে সব আলোর রোশনাই -
মধ্যবিত্ত জীবনে উপসংহার বলে কিছুই নেই।


জ্যোৎস্নান রঙ ক্যানভাস জুড়ে বিবর্ণ
ধূসর আকাশ মেঘে ঢাকা পড়ে গেছে এক লহমায়
বিন্দু বিন্দু শিশিরে ভিজে যাচ্ছে মধ্যবিত্তের উঠোন।


হয়তো একদিন সোনালী রোদ্দুরে ভরে উঠবে চরাচর
চোখের জল শুকিয়ে গেলে দুঃখের রঙ বদলে যায়
শুকিয়ে যাওয়া ঠোঁটে উদাসী শিশির ঝরে পড়ছে নীরবে।


রামধনুর সাত রঙে রঙিন হয়ে উঠবে হৃদয়ের সরোবর
মরা নদীতে তীব্র জলোচ্ছ্বাস হয় কী?
গরীবের গল্পে উপসংহার নেই, সবটুকুই কঠিন বাস্তব।


           ******


রচনাকাল -
৩০ জানুয়ারী ২০২৪