পুরুষের দংশনে  বিধ্বস্ত নারীর গোপন উপনিবেশ
তবুও বেশীরভাগ নারী পড়ে থাকে তার নিজের সংসারে
শাড়ির অন্দরে লুকিয়ে থাকে একরাশ উদাসী কান্না!


নারী শরীরের সদর দরজায় দাঁড়িয়ে অপছন্দের পুরুষ
সংসার তছনছ হবার ভয়ে মুখ বুজে সহ্য করে অনেকেই
প্রতিবাদ করলেই অশান্তি চরম আকার নেয় ...


বর্ষার ভেজা বারান্দায় দাঁড়িয়ে ভিজছে নারী
শাড়িটা সারা শরীরে জাপটে ধরে আছে অনাদরে
চোখের জল আর বৃষ্টির জলে তফাৎ নেই এখন!


দুঃখগুলো শাড়ির আঁচলে বেঁধে নিয়ে নারীরা আজও হাসে
জীবনের রঙ বদলে যায় রামধনু রাঙা আকাশের মত –
নারী হৃদয়ের সুকোমল তন্ত্রীগুলো ফল্গুধারার মত বয়ে চলে!


সুন্দর জীবনের স্বপ্ন দেখে সব নারীরা ...
ক’জন পায় ভালোবাসার সৌরভ কেউ জানে না
তবুও পরিবারকে ভালোবেসে বেঁচে থাকে ভারতীয় নারীরা!


            **********