নগেন খুড়ো হেসে বলে
আর কতদিন বাঁচবি
ভেজাল খেয়ে গ্যাস অম্বল
মরণকে তোরা ডাকবি।


চোখের জ্যোতি যাচ্ছে কমে
শিশু থেকে জোয়ান
সব খাবারে পাবে ভেজাল
লিখবে রোগের বয়ান।


খাঁটি খাবার পাবি কোথায়
বাতাস দূষণে ভরা
বুড়ো হলেও খালি চোখেই
পড়ি বইয়ের ছড়া।


বিষ না দিলে হবে না ফলন
সবজি কিংবা ধান
পেট ভরে যে দুমুঠো খাবে
অম্বলে বুকে টান!


শাক সবজি খায় বা ক'জন
সবই যে ফাস্ট ফুড
চপ কাটলেট মাংস পোলাও
খেয়ে বলে - ভেরি গুড।


বুড়ো হাড়ে ভেলকি দেখাই
আজও লড়ি পাঞ্জা
ঘুড়ির লড়াই করবি নাকি
আছে এমন মাঞ্জা!


       ******


১৩ মার্চ ২০২৩