সন্ধ্যা নামছে নদীর দু’চর জুড়ে -
ধীরে ধীরে জ্বলে উঠছে ইট ভাটাগুলোর আলো
টিমটিমে আলোতে গোধূলির শেষ হাসিটাও মিলিয়ে যায়।


নদীর জলের ছপাৎ ছপাৎ শব্দ আঁধার গিলে খায়
দূর থেকে ভেসে আসছে আযানের ধবনি ...
আলো আঁধারি নদীতে জোয়ারের স্রোতে পাড় ভাঙছে।


ইট ভাটার শ্রমিকদের কষ্টের ইতিহাস বড়ই নির্মম
পরিবারের শিশুরাও কবে যেন শ্রমিক হয়ে যায় নিজেদের অজান্তে
পাড় ভাঙছে নদীর, ইট ভাটার শ্রমিকদেরও ...


সভ্যতার অন্দরে লুকিয়ে আছে কান্নার মহাসাগর
ইট ভাঙাগড়ার খেলায় মেতে ওঠে সব শ্রমিকই -
জীবনের অলিখিত কাহিনী নীরবে ঢাকা পড়ে চিমনীর ধোঁয়ায়!


টিম টিম করে জ্বলছে আলো শ্রমিকদের ছোট্ট ছোট্ট কুঁড়ে ঘরে
নদীর এপার থেকে বলছে সব্বাই – কী অপূর্ব লাগছে
কিন্তু কেউ জানে না, টিম টিমে আলোতে আঁধার ভরা!


রাতের গভীরতা বাড়ছে ইট ভাটার ক্লান্ত মানুষদের ঘুম পাড়িয়ে
শুধুই বেঁচে থাকার লড়াই আজীবন ক্লান্তিহীন ...
কান্নারা অভুক্ত থাক, জীবন দেখাবে আলোর পথ!


      *******


রচনাকাল – ১৩/০২/২০২১