কুঁড়ে ঘরে অভাব আছে
দুঃখ সারি সারি
তবুও আছে সুখের তরী
নেই কোনো মহামারী।


বেঁচে থাকার রসদ নেই
তবুও লড়াই জারি
কান্না গুলো মিছিল করে
জিতেও সদাই হারি।


ঝড়ের কবলে নতজানু হয়
মাটির কুঁড়ে ঘর
গরীব তোদের স্পর্ধা কতো
চাস ধন সম্পদ বর!


মায়ের কোলে মাথা রেখে
ঘুমায় আজও ছেলে
ছেঁড়া আঁচল তবুও সন্তান
জনম জনম খেলে।


ভাঙা সংসার চালাতে গিয়ে
হাঁপিয়ে ওঠে প্রাণ
ভোরের আলোয় কিচিরমিচির
পাখিদের কলতান।


       ******


২৫ আগস্ট ২০২৩