জ্যোৎস্নার বালুচরে শুয়ে আছে দেবতা
পূর্ণিমা চাঁদের আলোয় মায়াময় সংসার
ধূসর বারান্দায় দাঁড়িয়ে আছে মানুষের কঙ্কাল।


সেদিন চৈত্র মাস, প্রকৃতির বুক আলো করে হাসছে সূর্যমুখী
বছরের প্রথম কালবৈশাখীতে ভিজেছে গ্রাম শহরের মানুষ
দীর্ঘদিন বাদে বৃষ্টির স্বাদ পেল সব্বাই।


ঝোড়ো হাওয়া থেমে গেছে
ভোরের শিশির ছুঁয়ে নামছে ঠান্ডার পরশ
চৈত্র মাসের তীব্র দাবদাহ এখনও শুরু হয় নি।


সূর্যমুখী ফুলের শোভায় ভরে উঠেছে মাঠ
ভোরের আলো পড়তেই পুব দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে
মানুষের দীর্ঘশ্বাস নেই, বেঁচে থাকার রসদ তারা পেয়ে গেছে।


জ্যোৎস্নার বালুচরে খেলা করে চাঁদের আলো
দেবতা ঘুমিয়ে আছে, মানুষও ঘুমাতে যাবে
কবিতার বিবর্ণ পাতাগুলো থেকে সোনালী অক্ষরগুলো মানুষের হৃদয় আলো করে আছে।


           *******


২৩ মার্চ ২০২৩