ভালোবাসার নদী জ্যোৎস্না জল
গঙ্গা ফড়িং লাফিয়ে বেড়ায় এদিক ওদিক
প্রজাপতির রঙিন ডানায় ভালোবাসার ওম।


জ্যোৎস্না জল হল ঈশ্বরের অলৈকিক খেলা
মাটির বুকে শিউলি ফুলের গন্ধ মিশে আছে
কবিতায় বন্দী হয় ভালোবাসার গল্প কথা।


ভোরের আলো ফোটার আগেই জ্যোৎস্না জল মায়া ছড়ায়
ঠোঁটের ঠিকানায় লিখে দেয় অবুঝ আলপনা
দিগন্তের সীমানা ছুঁয়ে যায় শীতের মরমী আলো।


স্বপ্নের রঙ লেগে থাকে মেয়েদের শাড়ির আঁচলে
একজন পুরুষ নারী শরীরে খুঁজে বেড়ায় জ্যোৎস্না জলের রঙ
প্রজাপতির মতো সারা জীবন হৃদয়ের অলিন্দে রঙ ধরে রাখতে চায় সব্বাই।


              ******


রচনাকাল  - ১৯|১২|২০২১