এতটাই পথ আজ পেরোলাম।


ছোট নদী, বড় দিন
মরীচিকা মহুয়ার বন
কাঁটাঝোপ
সারা গায়ে অজস্র আঁচড় নিয়ে
তপ্ত উঠোন,
ছেড়ে ছেড়ে চেনা মুখ
পেরিয়ে পেরিয়ে কত নাম
ছেঁড়া চটি,ঘেমো শার্ট
ছেঁড়া কিছু বুকের বোতাম,
কত ঝড় বৃষ্টির পর
জেগে ওঠা চর
ছাউনির ঘর ;
এই বসলাম
দুপুরের পর
কতদিন....পর।


নেই কাজও কাজ এক, ক্রমে জানব,
জানাবো অতঃপর।