একফালি রোদ হয়ে
কতখন ঢুকে আছি তোমার বেডরুমে
চুরি করে দেখছি তোমার তখনো ঘুমন্ত মুখ,
মুখের উপর আলতো এলো চুল ;
সকালের রোদ পিছোতে পিছোতে উঠোন পেরুলো
তুমি দেখলে না।
তুমি আসবে বলে
পথের ধুলায় বকুল হয়ে
পড়ে রইলাম সারা বেলা আরো কত ক্ষণ
তুমি হেঁটে গেলে
সব কোমলতা পায়েতে মাড়িয়ে
ফিরেই চাইলে না।
তোমার মন খারাপের নিভৃত ঘরে
একলা কাতর শীতে
প্রদীপের শিখা হয়ে আমি জ্বলে রইলাম সারা রাত
আলোয় ভরে তোমার দুচোখ,
তোমার মুখদল ;
জ্বলে জ্বলে আমি নিঃশেষ হলাম
তুমি কিছুই বুঝলে না ?