১৪ই আষাঢ় , ২৯ জুন ১৯৯৮ সাল , বর্ষা-সকালে ,
এক ফুটফুটে শিশু এলো যে মায়ের কোলে ।।
পিতামাতার জৈষ্ঠ্য কন্যা, নাম যার মধুমিতা!
দিদি জন্মদিনের শুভেচ্ছা দিলাম যার মাধ্যমে তা হল এই কবিতা ।
কিছু কিছু দিন থাকে, যা মনে রয়ে যায় সবার-
যেমন আজকের এই দিন যেদিন জন্ম তোমার ।।
জন্মদিন তোমার, লাগছে খুশি আমার,
কারণটা সাধারণ, তুমি যে অসাধারণ ।।
হে বিভু করুণাময় তব পদে , মোর এইটুকু প্রার্থনা-
দিদি মোর সুস্থে ,সুখে,শান্তিতে থাকে এই শুধু কামনা ।।
আজ তোমার জন্মদিন বলো কি দেবো উপহার,
অন্তর মাঝে আছো থাকবে চিরদিন,তুমি দিদি যে আমার ।।
দুর থেকে শিশির ভেজা গোলাপ ফুলের শুভেচ্ছা দিলাম এবং কবিতায় কেক
আজ তোমার জন্মদিনে বলছি,দিদি তুমি বিনে জীবন যেন ব্রেক।।