ক্যালেন্ডারে অক্টোবর মাহিনা চব্বিশ তারিখ তার,
জনম তােমার এই দিবসে আমাদের খুশির অহংকার;
বাংলা কার্তিক মাহিনা ছয়ই কার্তিক ১৯৯৯ সালে,
হালকা শীতের আমেজ এক ফুটফুটে শিশু এলাে যে মায়ের কোলে ;
পিতামাতার সুকন্যা নাম তার নেহা
জানাই জন্মদিনের শুভেচ্ছা ,প্রীতি ও স্নেহা
প্রার্থনা করি প্রভুর কাছে লম্বা জীবন তাের,
উজাল রেখাে সকল দিকে না হয় যেন ঘাের
বিপদ আপদ হতে , রেখাে অনেক দুর,
সবার মাঝে আপন রেখাে প্রেমের সুরাসুর;
তুফান যদি আসে কভু সাহস দিও তারে,
সে যেন আঁধার তেড়ে ভাের আনতে পারে;
কিছু কিছু দিন থাকে, যা মনে রয়ে যায় সবার ;
যেমন আজকের এই দিন যেদিন জন্ম তােমার ।।
জন্মদিন তােমার, লাগছে খুশি সবার ,,,
কারণটা সাধারণ, তুমি যে অসাধারণ ।
দুর থেকে শিশির ভেজা গােলাপ ফুলের শুভেচ্ছা এবং কবিতায় কেক দিলাম ,,
তোমাকে জন্মদিনে প্রীতি ও শুভেচ্ছা জানালাম ।
বল তুমি আমায় ,
কি দেবাে তােমায়?
আছে কি কোনাে আবদার?
উপহারটা না হয় রইল এখন ধার। ||||